সারা দেশে ২ কোটি গাছ লাগানোর কর্মসূচি নিয়েছে বন্ধু ফাউন্ডেশন

টাঙ্গাইল জেলা টাঙ্গাইল সদর দেশ জুড়ে পরিবেশ সংগঠন

স্টাফ রিপোর্টার: পরিবেশের ভারসাম্য রক্ষায় সারাদেশে দুই কোটি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন। রবিবার(৫নভেম্বর) দুপুরে বন্ধু ফাউন্ডেশন আয়োজিত বাংলাদেশে সামাজিক বনায়নের মাধ্যমে জনগোষ্ঠীসমূহের উন্নয়ন বিষয়ক সভায় এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান। গত ছয় মাস যাবৎ ওই গাছ লাগানো কর্মসূচি চলছে বলে জানিয়েছেন আয়োজকরা।

বন্ধু ফাউন্ডেশনের করটিয়া খাকজানা বন্ধু প্রশিক্ষণের অয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান আনছারী। বিশেষ অতিথি ছিলেন করটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরূ মজনু। করটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সিকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাকজানা গ্রামের মনির প্রমুখ।

সভায় ইউনিয়নের পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যরাসহ ইমাম, হিন্দু পুরোহিত, স্কুল শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সভায় জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা তুলে ধরাসহ ভারসাম্য রক্ষায় এ উদ্যোগ গ্রহণের কথা জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *