টাঙ্গাইলে হরতালের প্রভাব নেই, স্বাভাবিক ভাবেই চলছে যানবাহন

টাঙ্গাইল জেলা টাঙ্গাইল সদর দেশ জুড়ে

স্টাফ রিপোর্টার: বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কোন প্রভাব পড়েনি টাঙ্গাইলে। সাভাবিক ভাবেই চলাচল করছে যানবাহন,সরকারি-বেসরকারি অফিসের কার্যক্রমও চলছে স্বাভাবিক ভাবেই। ২৯ অক্টোবর রবিবার সকাল থেকেই শহরের সকল রাস্তায় সচল ছিলো যান চলাচল, খোলা ছিলো দোকান পাট।

সরেজমিনে দেখা যায় অন্যন্য দিনের মতোই শহরের বটতলা, নিড়ালামোড়, জেলা সদর, পুরাতন বাসস্ট্যান্ড, বেবিস্ট্যান্ড দিয়ে অটো রিক্সা, অটোভ্যান, মিটি ট্রাক, প্রাইভেট কার,সাইকেল-মটরসাইকেল ,পিক আপ,মাইক্রো গাড়ী অবাদে চলাফেরা করছে। সাধারণ মানুষ তাদের নিত্য কাজের জন্য শহরের বিভিন্ন স্থানে আসা যাওয়া করছে। দেখে যেন বুঝার উপায় নেই আজ হরতাল চলছে। মাঠেও দেখা মেলেনি জেলা বিএনপি,শহর বিএনপি ও ছাত্র দলের নেতা কর্মীদের।

এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের বিভিন্ন মোড়ে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পরার মতো।

এছাড়াও বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

কথা হয় অটোরিক্সা চালক ছলেমান মিয়া, কবীর হোসন,জুলহাস বেপারী, ছালাম মিয়া তারা সবাই জানায়, হরতালে গাড়ী নিয়ে বের না হইয়া কি করমু? কিস্তি আছে, রাত পোহালেই কিস্তি গাড়ী না চালাইলে কিস্তি দিমু কেমনে?

অটো চালক সলিম মিয়া, আবুল হোসেন জানায়, ভাই এই হরতালে গাড়ী নিয়া বের হওয়ার সময় বাড়ি থেকে নিষেধ করছিলো তবুও বের হইছি, কি করমু ভাই ছেলে-মেয়েদের লেখা পড়ার খরচ মাষ্টারের বেতন দিতে হিমসিম খাই। তার মধ্যে একদিন বসে থাকলে বিপাকে পড়ে যামু এজন্য গাড়ী নিয়ে বের হইছি। তবে অন্য দিনের চেয়ে যাত্রী কম হলেও ভাড়ায় পুইষা গেছে। খুশি হইয়া সবাই পাঁচ-দশ টাকা বেশি দেয়।

টাঙ্গাইল ট্রাফিক ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন জানান, হরতালেও শহরে যান চলাচল স্বাভাবিক রয়েছে। হরতালে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এছাড়া নাশকতা ঠেকাতে শহরের বিভিন্ন মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *