নামাজ পড়তে গিয়ে মসজিদের পানির মোটর চুরি

অপরাধ গোপালপুর টাঙ্গাইল জেলা

গোপালপুরে মসজিদে মসজিদে অভিনব কায়দায় চুরির উপদ্রব বেড়েছে। রাত জেগে পাহারা দিয়েও সুফল মিলছে না। মঙ্গলবার এশার নামাজের সময় আলমনগর ইউনিয়নের নবগ্রাম উত্তরপাড়া জামে মসজিদের মোটর চুরি হয়। মুসল্লিরা জানান, মোটরসাইকেল নিয়ে এসে অভিযুক্ত রবিউল ইসলাম (২৫) মসজিদে এশার জামাতে দাঁড়ান। প্রথম রাকাত নামাজ পড়ে ট্যাংকে পানি তোলার কাজে ব্যবহৃত মোটর চুরি করে পালিয়ে যান তিনি। বুধবার সকালে স্থানীয়রা তাকে আটক করে মোটর উদ্ধার করেন।

 

 

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেয়। রবিউল ঝাওয়াইল ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের আবুল কালামের ছেলে। একই কায়দায় মোটরসাইকেল নিয়ে মাগরিবের নামাজ পড়তে এসে হেমনগর ইউনিয়নের উড়িয়াবাড়ী গ্রামের মণ্ডলবাড়ী জামে মসজিদের মোটর চুরি করে নিয়ে যান। মুসল্লিরা নামাজরত থাকায় চোরকে আটক করা যায়নি। নগদা শিমলা ইউনিয়নের চরচতিলা বাজার মসজিদের ইমাম মাওলানা নূরুল ইসলাম জানান, সম্প্রতি এশার নামাজের পর মসজিদের সোলার ব্যাটারি চুরি হয়। কিছুদিন আগে মাইকের দামি হেডফোন, মাইক্রোফোন ও পানি তোলার মোটর চুরি হয়েছে। এছাড়াও উপজেলার বাসাবাড়ির লোকজন চোরের উৎপাতে অতিষ্ঠ। বাজারের ব্যবসায়ীরা চোরাতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে। গোপালপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মামুন ভূঁঞা জানান, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *