সাবেক মন্ত্রীর বিরুদ্ধে লতিফ সিদ্দিকীর অশালীন বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কালিহাতী টাঙ্গাইল জেলা দেশ জুড়ে রাজনীতি

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক সম্পর্কে নৌকা প্রতীকের বিপরীতে বিজয়ী (এমপি) আব্দুল লতিফ সিদ্দিকীর অশালীন বক্তব্যের প্রতিবাদে টাঙ্গাইলে সংবাদ সম্মেলন করেছেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগ । শনিবার (২০ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে কালিহাতী উপজেলা আওয়ামী লীগ এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ।

এতে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালিহাতী আসনে নৌকার পরাজিত প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদার। লিখিত বক্তব্যে মোজহারুল ইসলাম তালুকদার বলেন, নির্বাচনের দিন থেকেই আব্দুল লতিফ সিদ্দিকীর বাহিনী কালিহাতীতে ধারাবাহিকভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। নির্বাচন-পরবর্তী হামলা ও বাড়িঘর ভাঙচুরের শিকার হয়েছেন নৌকার অসংখ্য নেতাকর্মী।

আতঙ্কে অনেকে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাদের অপরাধ শুধু আওয়ামী লীগের পক্ষে, নৌকার পক্ষে ও শেখ হাসিনার পক্ষে কাজ করা। এসব ঘটনায় একাধিক মামলাও হয়েছে।

তিনি বলেন, নির্বাচনে জয়ী হয়ে গত ৯ জানুয়ারি লতিফ সিদ্দিকী অবৈধভাবে কালিহাতী থানা ঘেরাও করেন। এ সময় তিনি মামলার তালিকাভুক্ত আসামিদের ছাড়িয়ে নিতে পুলিশের ওপর চাপ প্রয়োগ করেন। এছাড়া টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধকালে সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক সম্পর্কে তিনি অশালীন বক্তব্য রাখেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এটি রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত, ধৃষ্টতাপূর্ণ ও চরম অবমাননাকর । আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনসার আলী বি.কম, আওয়ামী লীগ নেতা মালেক ভূইয়া, নাগবাড়ী ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল কাইয়ুম বিপ্লব, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান মাসুদ তালুকদারসহ দলের অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *