ঘাটাইল উপজেলা বিএনপির ২৬ নেতাকর্মী আশুলিয়ায় আটক

অপরাধ আইন আদালত ঘাটাইল টাঙ্গাইল জেলা ঢাকা দেশ জুড়ে সংগঠন

সমাবেশে যোগ দেওয়ার জন্য ঢাকা যাওয়ার পথে সাভারের আশুলিয়ায় গ্রেফতার হয়েছেন ঘাটাইল বিএনপির ২৬ কর্মী। বিএনপির পল্টন সমাবেশে যোগ দেওয়ার জন্য যাওয়ার পথে বুধবার সকাল ৯টার দিকে আশুলিয়া থানা পুলিশ তাদের গ্রেফতার করে। বৃহস্পতিবার ঘাটাইল থানায় তাদের শোন অ্যারেস্ট দেখানো হয়।

 

গ্রেফতারকৃতরা হচ্ছেন- ঘাটাইলের চৌরাসা গ্রামের আ. কুদ্দুছের ছেলে আবুল কালাম আজাদ (৫০), গাংগাইর গ্রামের রাজ্জাক তালুকদারের ছেলে রফিকুল ইসলাম তালুকদার,খুশি আটা গ্রামের মৃত মোজাফ্ফরের ছেলে আবুল হারেছ (৫০), দেওপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে জামাল হোসেন (৬৫), রিয়াজ উদ্দিনের ছেলে আ. কদ্দুছ (৬৪),মৃত মুসলিম উদ্দিনের ছেলে কামাল হোসেন (৪৫), রহিজ উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন (৪৭), শিবের পাড়া গ্রামের নওশের আলীর ছেলে বাবলু (২৮), দক্ষিণ কলাপাড়া গ্রামের হাজী আ. লতিফের ছেলে আমিনুল ইসলাম (৪০), দেওপাড়া গ্রামের মৃত সাগর আলীর ছেলে শরীফ সিকদার (৩৮), দক্ষিণ ধলাপাড়া গ্রামের আ. বাছেদের ছেলে মাসুদ রানা (৪০), বড় মেধার গ্রামের করিম ভুঁইয়ার ছেলে মঞ্জুরুল ইসলাম (৩৮), একই গ্রামের মৃত ছাত্তার আলীর ছেলে মোতাজুল ইসলাম (৩৮), উত্তর ধলাপাড়া গ্রামের যথাক্রমে- জয়নাল আবেদীনের ছেলে শহিদ (৩৮), রফিকুল ইসলামের ছেলে শরীফ রবিউল করিম (৩৯), লাল মামুদের ছেলে সাইফুল ইসলাম (৩৮), হেলাল উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন পান্নু (৫৩), গাঞ্জানা গ্রামের গফুর ভুইয়ার ছেলে কারুজ্জামান ওরফে জামাল ভুঁইয়া (৫২), কুমার পাড়া গ্রামের ছবুর খানের ছেলে শাহাদৎ হোসেন শাকিব (৩০), কুড়িপাড়া গ্রামের শামসুলম সিদ্দিকীর ছেলে শাহালম সিদ্দিকী (৪৮), গিলাবাড়ি গ্রামের একাব্বর আলীর ছেলে আক্তার হোসেন (৪৪), কুড়িপাড়া গ্রামের দেলোয়ার হোসেন খাজার ছেলে মতিউর রহমান সিদ্দিকী সুমন (৩৮), একই গ্রামের মৃত গনি সিদ্দিকীর ছেলে সাজ্জাদুর সিদ্দিকী বিজয় (৫০), সিকিবাইদ গ্রামের মৃত আ. রশিদের ছেলে ফারুক হোসেন (৩৫), ভোজদত্ত গ্রামের মৃত শরফরাজ আলীর ছেলে মির্জা নুর মোহাম্মদ (৫০)। তাদের আশুলিয়া থানা থেকে ঘাটাইল থানায় আনার পর বেলা দেড়টায় টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে। ঘাটাইল থানার ওসি মো. লোকমান হোসেন যুগান্তরকে বলেন, এদের প্রত্যেককেই ২০২২ সালের দায়ের করা নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *