জেলা প্রশাসনের উদ্যোগে টাঙ্গাইলে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন

টাঙ্গাইল জেলা টাঙ্গাইল সদর দেশ জুড়ে
স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার(১০ডিসেম্বর)সকালে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জামান। দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোঃ মিনহাজ উদ্দিন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সরোয়ার হোসেন, বাংলাদেশের বৃহৎ মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস্ রিভউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ রাশেদ খান মেনন (রাসেল), সাধারণ সম্পাদক ডা. সাইফুল ইসলাম স্বপন’সহ অন্যান্য মানবাধিকার কর্মীগণ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার  মোঃ আল আমিন কবির।
এ সময় আরো উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সহ সভাপতি সেলিনা বেগম, সুভাষ চন্দ্র সরকার, সায়মা খন্দকার, মোঃ ওমর আলী, মোঃ আব্দুল গফুর, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) টাঙ্গাইল ইউনিটের সমন্বয়কারী অ্যাডভোকেট খন্দকার আমিনা রহমান, মানুষের কল্যাণে মানুষ সংস্থার সভাপতি পারুল মাহবুব খান, মানবাধিকার ফাউন্ডেশন জেলা শাখার সাধারণ সম্পাদক অলক কুমার দাস, হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম, জাকির হোসেন, আবু তারেক সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান, মো. মাহবুবুর রহমান সুজন, মোঃ খোরশেদ আলম খোকন’সহ অন্যান্য মান্যবাধিকার কর্মীগণ। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *