জাতীয় অনুর্ধ্ব-১৪ ক্রিকেটে টাঙ্গাইল জেলা ১০ উইকেটে জয়ী

খেলা টাঙ্গাইল জেলা দেশ জুড়ে

স্টাফ রিপোর্টার: ইয়ং টাইগার্স জাতীয় (অনুর্দ্ধ-১৪) ক্রিকেট খেলায় টাঙ্গাইল জেলা ১০ উইকেটে মানিকগঞ্জ জেলাকে হারিয়ে শুভ সূচনা করেছে। মঙ্গলবার(১৯ ডিসেম্বর) সকালে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে টস জয়ী মানিকগঞ্জ জেলা (অনুর্দ্ধ-১৪) ক্রিকেট দল প্রথমে ব্যাটিং করে ৩০ ওভার ৩ বলে ১০ উইকেট হারিয়ে ৫০ রান করে। খেলার শুরুতে টাঙ্গাইল জেলা দলের নাফিস, রিপন ও সাকিবের পেস বোলিংয়ে নাস্তানাবুদ মানিকগঞ্জের ব্যাটসম্যানরা অফস্পিন বোলার সিয়াম খান ফাহিমের বোলিংয়ে(১৭/৪) দ্রুত অলআউট হয়। মানিকগঞ্জ জেলার দলের পক্ষে রাব্বী ৪৫ বলে অপরাজিত ১৩ রান করে।

বোলিংয়ে টাঙ্গাইল জেলা দলের সিয়াম খান ফাহিম ৯ ওভার বল করে ১৭ রানে ৪ উইকেট দখল করে। এছাড়া সাকিব ১রানে ২টি উইকেট এবং নাফিস, নাহিয়ান, শিশির,রিপন সরকার ১টি করে উইকেট দখল করেছে। জবাবে টাঙ্গাইল জেলা (অনুর্ধ্ব-১৪) ক্রিকেট দলের উদ্বোধনী ব্যাটসম্যান মুস্তাফিজুর তালুকদার মুন্না (৫৫ বলে ২৫) ও সাজিদ (৪১ বলে ৫) ধীরস্থির ব্যাটিংয়ে ১৫ ওভার ৪ বলে জয়ের জন্য ৫১ রান করে জয়লাভ করে। সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত শেরপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার ঢাকা বিভাগীয় উত্তর জোনের শুভ উদ্বোধন করেন শেরপুর জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে টাঙ্গাইল জেলার পক্ষে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার কার্য নিবার্হী সদস্য ভ্রমর চন্দ্র ঘোষ ও মনির হোসেন । বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত সারাদেশ ব্যাপী ইয়ং টাইগার্স (অনুর্ব্ধ-১৪) ক্রিকেট দলের ঢাকা নর্থ অঞ্চলে ৯টি জেলা ৩টি ভেন্যুতে অংশগ্রহন করছে। “এ” গ্রুপে কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে গাজীপুর, নরসিংদী ও ময়মনসিংহ। “বি” গ্রুপে শেরপুর জেলা স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন টাঙ্গাইল জেলা দলের প্রতিপক্ষ জামালপুর ও মানিকগঞ্জ এবং “ সি” গ্রুপে ময়মনসিংহ স্টেডিয়ামে নেত্রকোনা, শেরপুর এবং কিশোরগঞ্জ জেলা। ডাবল লীগ ভিত্তিক টুর্নামেন্টে প্রতিটি গ্রুপের ৩টি চ্যাম্পিয়ন এবং ৯টি দলের সেরা ৪র্থ স্থান অর্জনকারী দল নিয়ে সেমিফাইনাল ২৭ ও ২৮ ডিসেম্বর মুখোমুখি হবে এবং ৩০ ডিসেম্বর ঢাকা নর্থ অঞ্চলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *