টাঙ্গাইল-৫ আসনের নৌকার মাঝি শেখ হাসিনার “চারাগাছ” এ্যড.মামুন

টাঙ্গাইল জেলা টাঙ্গাইল সদর দেশ জুড়ে

টি-নিউজ ডেস্ক: টাঙ্গাইল -৫ আসনের মনোনয়ন পেলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য-এডভোকেট মামনুর রশিদ মামুন। ক্রান্তিকালীন সময়ে রাজপথের লরাকু যোদ্ধা ও আইন অঙ্গনের অকুতোভয় নিয়ে দলের জন্য আপামর জনতার দারপ্রান্তে ছুটে যাওয়া যোদ্ধা। ২০০৮ সালে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত‘চারাগাছ’। তাকেই দিলেন হাতে তুলে নৌকা।

আওয়ামী লীগের দলীয় সূত্র থেকে এ তথ্য জানা গেছে-গতকাল শুক্রবার দ্বিতীয় দিনের মতো দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের বৈঠক হয়।এর আগের দিন রাজশাহী ও রংপুর বিভাগের প্রার্থী চূড়ান্ত করা হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থিতা চূড়ান্ত করার পর দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

আজ রবিবার(২৬নভেম্বর)বিলেকে দলিয় কার্যালয় থেকে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর কাদের আনুসষ্ঠানিক ভাবে ৩০০ আনসের প্রার্থীদের নাম ঘোষনা দেন। তার মধ্যে টাঙ্গাইল-৫ আসনে এডভোকেট মামুনুর রশিদ এর নাম ঘোষনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *