টাঙ্গাইলে ‘বাংলাদেশ বুলেটিন’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

টাঙ্গাইল জেলা টাঙ্গাইল সদর দেশ জুড়ে

স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার বিকেলে এ উপলক্ষে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

দৈনিক বাংলাদেশ বুলেটিন পাঠক ফোরাম আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ। অনুষ্ঠানে অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাকিবুল হাসান রাসেল, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু বক্কর সিদ্দিকী।

এ সময় টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সাধারণ সম্পাদক কামনাশীষ শেখর, টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক নাসির উদ্দিন, প্রেসক্লাবের দপ্তর ও লাইব্রেরী সম্পাদক অরণ্য ইমতিয়াজ, ডেইলী স্টার পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি মির্জা শাকিল, বাংলাদেশ বুলেটিন পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি মাসুদ আব্দুল্লাহ্ সহ বিভিন্ন প্রিণ্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *