ঈদ’গা মাঠের অবৈধ ট্রাকস্ট্যান্ড নিয়ে যা বললেন টাঙ্গাইল পৌরসভার মেয়র

ইতিহাস ও ঐতিহ্য টাঙ্গাইল জেলা

টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠ এখন ট্রাকস্ট্যান্ড পরিনত
কর্তৃপক্ষের উদাসীনতা ও অবহেলায় টাঙ্গাইলের শতাব্দী প্রাচীন কেন্দ্রীয় ঈদগাহ মাঠটি দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে। দীর্ঘ ১১৮ বছরের পুরাতন কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠের প্রায় ৬ একর জায়গার মূল ফটকের কাছে উত্তর দিকে বাউন্ডারি দেওয়াল ঘেঁষে গড়ে উঠেছে ৮টি চায়ের দোকানসহ বিভিন্ন দোকান।

অবৈধ ভাবে মাঠটিতে বসানো হয়েছে মিনি ট্রাকস্ট্যান্ড। এতে মাঠটিতে ধর্মীয় কার্যাবলী বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন ধর্মপ্রিয় মুসল্লি ও সুশীল সমাজের মানুষ। স্থানীয়রা মনে করেন পৌরসভার দায়িত্ব সঠিক ও সুন্দরভাবে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ রক্ষণাবেক্ষণের।

এ পসঙ্গে পৌর মেয়র সিরাজুল হক আলমগীর বলেন-কেন্দ্রীয় ঈদগাঁ মাঠ কখনো দখল হবে না। অস্থায়ী ভাবে দেওয়া হয়ে ছিলো। আশা করছি দ্রুত সময়ের মধ্যে ট্রাকস্ট্যান্ডসহ সব কিছু অন্যস্থায় সরিয়ে নেওয়া হবে। তিনি আরো বলেন-ঈদগাঁ মাঠটির কাজও তারাতারি কাজ ধারা হবে।

এছাড়াও বর্তমানে কাঁচাবাজার,চা-স্টল,পুরি-শিঙ্গাড়া,শরবতের দোকান,বাশেঁর বাজার,কাঁচা বাজারের সকল আবর্জনা ফেলা হয় এই মাঠটি তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *