ভিডিও কলে আপত্তিকর অবস্থায় নারীর সঙ্গে ছাত্রদল নেতার ভিডিও ভাইরাল

অপরাধ টাঙ্গাইল জেলা টাঙ্গাইল সদর রাজনীতি সংগঠন

টাঙ্গাইল সদর থানা ছাত্রদলের এক নেতার আপত্তিকর ভিডিও সামাজিকযোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সম্প্রতি সদর থানা ছাত্রদলের সদস্য সচিব আবদুর রাজ্জাকের ওই ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। বিবস্ত্র অবস্থায় থাকা এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখা যায় ২৭ বছর বয়সী আবদুর রাজ্জাককে। তিনি সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের বরুহা গ্রামের বাসিন্দা।

আবদুর রাজ্জাকের দাবি, একটি চক্র কৌশলে এ কাজ করে টাকা দাবি করেছিল। তা না পেয়ে ভিডিও ছড়িয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিও দেখে অনেকে মন্তব্য করেন, দল যেখানে বিভিন্ন আন্দোলন নিয়ে ব্যস্ত, সেখানে থানা ছাত্রদলের সদস্য সচিব সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও কলে ব্যস্ত। আবদুর রাজ্জাক বলেন, ‘এটি একটি চক্র। প্রথমে আমার সঙ্গে বন্ধুত্ব করে, তারপর বিবস্ত্র হয়ে আমার সঙ্গে ভিডিও কলেও কথা বলেছে। পরে সেগুলো স্ক্রিন রেকর্ড করে আমার কাছে টাকা চেয়েছে ওই মেয়ে। এটাও বলেছে আমি যদি টাকা না দেই আমার ভিডিও ভাইরাল করে দেবে। আমি টাকা দেইনি দেখেই এখন তারা সেই ভিডিও ভাইরাল করছে।’ এ বিষয়ে জেলা ছাত্রদল সদস্য সচিব আবদুল বাতেন বলেন, ‘ভিডিওটি আমি দেখেছি। রাজ্জাক যেটা করেছে সেটা শাস্তিযোগ্য অপরাধ। এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের সঙ্গে কথা বলতে চেয়েছি। কিন্তু প্রায় প্রতিদিনই সরকার বিরোধী বিভিন্ন আন্দোলনের কারণে কেন্দ্রের সবার সঙ্গে কথা বলতে পারিনি। তবে খুব অচিরেই বাংলাদেশ ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের সঙ্গে কথা বলে তারা যে সিদ্ধান্ত দেয়। সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *