ভারতের শীর্ষ ধনী ব্যাক্তীদের তালিকা

অর্থনীতি আন্তর্জাতিক

ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকা তৈরি করেছে হুরুন ইন্ডিয়া। সেই সমীক্ষায় দেখা গেছে, ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি এখন মুকেশ আম্বানি। অন্যদিকে সম্পত্তির পরিমাণ বহু শতাংশ কমে গিয়ে শীর্ষ ধনীর তালিকায় প্রথম স্থান থেকে দ্বিতীয় স্থানে চলে গেছেন গৌতম আদনি। এছাড়াও ভারতে কতজন ব্যক্তির মোট সম্পত্তির পরিমাণ হাজার কোটি রুপির উপরে রয়েছে, সে হিসাবও উঠে এসেছে এ সমীক্ষায়।  ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট’ অনুযায়ী, ৯৮ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে ভারতের শীর্ষ ধনীর তালিকায় এক নম্বরে উঠে এসেছেন মুকেশ আম্বানি। প্রথম হওয়ার যাত্রায় তিনি দ্বিতীয় স্থানে ঠেলে দিয়ে দিয়েছেন গত বছরের শীর্ষ ধনী গৌতম আদানিকে। এ বছর ৫৮ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে ভারতএর দ্বিতীয় শীর্ষ ধনীর স্থান পেয়েছেন আদানি। ভারতের শীর্ষ ধনীর তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সাইরাস পুনাওয়ালা। তার মোট সম্পত্তির পরিমাণ ৩৩ বিলিয়ন ডলার।

ভারতে অতিধনীর সংখ্যা বাড়ছে। হুরুনের সাম্প্রতিকতম তালিকায় দেখা যাচ্ছে, দেশটিতে ১২০ মিলিয়ন ডলার বা তার বেশি সম্পদের অধিকারী ব্যক্তির সংখ্যা এখন ১ হাজার ৩১৯ জন। যা গত বছরের চেয়ে ২১৬ জন বেশি। ভারতে শুধু শিল্প, আর্থিক ও তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ করা ব্যক্তিরাই যে অতিধনী হচ্ছেন, তা নয়। বরং দেশটিতে ভোগ্যপণ্য ও স্বাস্থ্যসেবায় বিনিয়োগকারীরা অতিধনী হচ্ছেন বেশি। জেনেরিক ওষুধ প্রস্তুতকারক কোম্পানি আলকেম ল্যাবরেটরিজ-এর ১১ জন বিনিয়োগকারী অতিধনীর তালিকায় স্থান পেয়েছেন। এক কোম্পানি থেকে এরচেয়ে বেশি ব্যক্তি অতিধনীর তালিকায় স্থান পাননি। ভারতের ধনীদের ‘ডেমোগ্রাফি’ ও ‘জিওগ্রাফি’ দুটোই বদলাচ্ছে। সবরাহকারী প্রতিষ্ঠান জেপ্টো-র ২০ বছর বয়সি প্রতিষ্ঠাতা প্রথমবারের মতো এ তালিকায় স্থান করে নিয়েছেন। আবার বৈদ্যুতিক ক্যাবলিং উৎপাদনকারী কোম্পানি প্রিসিশন ওয়্যারস ইন্ডিয়ার ৯৪ বছর বয়সি প্রতিষ্ঠাও প্রথমবারের মতো জায়গা পেয়েছেন অতিধনীদের এ তালিকায়। তবে মুম্বাই এখনও ভারতের সবচেয়ে বেশিসংখ্যক (৩২৮ জন) ধনীর আঁতুড়ঘর—এরপরই আছে দিল্লি (১৯৯ জন) এবং বেঙ্গালুরু (১০০ জন)।  ভারতীয় নতুন ধনীরা যে অর্থ আয় করেছেন, তার সিংহভাগই করেছেন দেশের বাজার থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *