টাঙ্গাইল মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট কর্মজিবী নারী

টাঙ্গাইল জেলা টাঙ্গাইল সদর দেশ জুড়ে

স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে ধনবাড়ী উপজেলায় মোটরসাইকেলের পেছন থেকে পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তাসলিমা আক্তার(৩৫) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার(৭ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার ভাইঘাটের দরিরামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে ।

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বয়ড়া ডিক্রিবন্দ গ্রামের জনৈক দেলায়ারের স্ত্রী নিহত তাসলিমা ‘সেতু’ নামে বেসরকারি প্রতিষ্ঠানের মধুপুর শাখা কার্যালয়ে মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন ।

প্রতিষ্ঠানের কেন্দ্রীয় কার্যালয়ের অডিট ও মনিটরিং শাখার পরিচালক আনিছুর রহমান বোরহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৭ ও ৩ বছরের দুই সন্তান এবং স্বামীর সঙ্গে সাপ্তাহিক ছুটি কাটাতে তাসলিমা সহকর্মীর সঙ্গে বাড়ি যাচ্ছিলেন ।

এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায় । এতে পেছনে বসা থেকে তাসলিমা ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন । এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।ধনবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে ।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *