টাঙ্গাইলে ১০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

টাঙ্গাইল জেলা দেশ জুড়ে রাজনীতি

স্টাফ রিপোর্টার: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনে জাকের পার্টির ছয় জন সহ ১০ প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন । রোববার বিকেলে পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের নিকট তারা প্রত্যাহার পত্র জমা দেন।

মনোনয়ন প্রত্যাহারের পর আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ ৫৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানাযায় । প্রত্যাহার করা প্রার্থীরা হচ্ছেন, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে মুরাদ সিদ্দিকী । টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে জাতীয় পার্টির আব্দুর রহিম ।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জেলা আওয়ামী লীগের সদস্য রাফিউর রহমান ইউসুফজাই সানি ও ভাত গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মোশারফ হোসেন।

জাকের পার্টির প্রার্থীরা হচ্ছেন, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে মো. রফিকুল ইসলাম, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে এনামুল হক মনজু, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আব্দুল আব্দুল আজিজ খান, টাঙ্গাইল-৫ (সদর) আসনে মো. দুলাল মিয়া, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে রাকিব হোসেন, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে আব্দুল জলিল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *