টাঙ্গাইল ক্রিকেট লীগে আকুরটাকুর যুব সংঘ ফাইনালে
মোজাম্মেল হক ॥
জিততে জিততে হেরেই গেল মুসলিম রেনেঁসা ক্লাব। চার চারটি রান আউটই বিপদে ঠেলে দেয় দলটির। জয়ের জন্য দরকার ৬ রান, বল বাকী ৯টি, হাতে ১টি উইকেট। অথচ শেষ ১ উইকেটের পতনও ওই রানআউটে। দরকার ছিল না অতো তাড়াহুড়োর! অথচ হারতে হারতে জিতেই…