টাঙ্গাইলে শীতের সবজিতে ভরে উঠছে বাজার
এম কবির ॥
শীতের সবজিতে ভরে উঠছে টাঙ্গাইলের বাজারগুলো। সরবরাহ বাড়ায় ক্রেতারা চাহিদা মতো সবজি পাচ্ছেন। লাশ শাক, ফুল কপি, বাধা কপি, টোমেটু, বেগুন, বটবটি, শিম, কচু, মুখি, লাউ, শসা, চিনিঙ্গা, ঢেড়স, মুলা, পালন শাক, গাজর, ধনে পাতার দাম রয়েছে…