নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ বিদ্যালয়ের মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। ক্রীড়া অনুষ্ঠানটির উদ্বোধন করেন সন্ধ্যানী লাইফ ইনসুরেন্স কোম্পানির চেয়ারম্যার মুজিবুল ইসলাম পান্না। সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের (ভারঃ) প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহীনুর ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক উজ্জল হোসেন মোল্লা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাকির তালুকদার ও যুবলীগের (ভারঃ) আহ্বায়ক ভক্তগোপাল রাজ বংশী প্রমুখ। প্রতিযোগীতা শেষে সম্মানীত অথিথিবৃন্দরা বিজয়ী ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় স্কুলের ছাত্র ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাসহ অভিভাবক ও বিদ্যালয়ের শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।