নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:টাঙ্গাইলের নাগরপুরে সুরের তালে তালে ফুলের পাপড়ী দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু) এমপিকে লালগালিচা শুভেচ্ছা জানিয়েছেন সিএনজি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা ।
শুক্রবার (২৬জানুয়ারি) ১২টার দিকে টাঙ্গাইল আরিচা মহাসড়কে সিএনজি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে সভাপতি সাইদুর রহমান সোহাগের নেতৃত্বে এ শুভেচ্ছা জানানো হয় । দ্বাদশ নির্বাচনের পর এই প্রথম মন্ত্রী মহোদয় নাগরপুর আগমন করেন । নাগরপুর সদরে প্রবেশ করার সাথে সাথে নেতা কর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা এলাকা । এসময় সিএনজি শ্রমিক ইউনিয়নের সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন । এদিকে বাজারের সকল ব্যবসায়ী ও বনিক সমিতি ফুল দিয়ে বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু) এমপিকে শুভেচ্ছা জানান ।