স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ হাজার ৭৭৪ জন ভোট গ্রহণ কর্মকর্তার দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার সকাল থেকে শুরু হওয়া প্রশিক্ষণ রবিবার শেষ হবে। সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সহকারী রিটার্নিং অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. কায়ছারুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তৃতা করেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন আহমেদ, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমান, মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম প্রমুখ।
দুই দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলা ১২৭টি ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকারী ২ হাজার ৭৭৪জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাকিলা বিনতে মতিন জানিয়েছেন ।