টি-নিউজ ডেস্ক: দলীয় মনোনয়ন পাওয়ার পর টাঙ্গাইলে এসেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের দুই প্রার্থী।
সোমবার(২৭নভেম্বর) দুপুরে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান- টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মামুনুর রশিদ মামুন ও টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির ।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মনোয়ারা বেগম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, দপ্তর সম্পাদক খোরশেদ আলম, জেলা যুবলীগের সভাপতি মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক আবু সাইম তালুকদার বিপ্লবসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগসহ বিভিন্ন সহযোগি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এর আগে টাঙ্গাইল করোটিয়ার করাতি বাইপাসে অংক্ষ নেতাকর্মীর শোভাযাত্রা নিয়ে প্রবেশ করে গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।