হাতের ঘড়ির দাম ২৬ লাখ: জায়েদ খান

বিনোদন

নিজস্ব প্রতিবেদক :

ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। পোশাকের মতোই ফ্যাশনে অন্যান্য জিনিসের প্রতি রয়েছে তার দূর্বলতা। এমনকি দামি দামি ব্রান্ডের পণ্যও ব্যবহার করেন।

তবে জানা গেল জায়েদ খান যে হাত ঘড়িটি পরেন সেটির দাম ২৬ লাখ টাকা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সোমবার (২০ নভেম্বর) তার অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিওর মাধ্যমে এ তথ্য জানা যায়।

ভিডিওতে তিনি দাবি করেছেন- তার হাতে ব্যবহৃত ঘড়িটির মূল্য ২৬ লাখ টাকা। মূলত একটি সিনেমার প্রচারণাকে কেন্দ্র করে নিজের ব্যবহৃত ঘড়ি নিয়ে এমন মন্তব্য করতে দেখা যায় এই অভিনেতাকে।

তিনি বলেন, অনেকেরই বিভিন্ন বিষয়ের উপরে আসক্তি থাকে। তারা হয়তো সেখানেই টাকাপয়সা খরচ করেন। আমার আসক্তি নতুন পোশাকে।

অন্য কোনো কিছুতে আসক্তি নেই। অভিনয় করে বা বিভিন্ন স্টেজ শো করে যা উপার্জন করি, তা এখানেই ব্যয় করি। এটা নিয়ে নেতিবাচক কিছু ভাবার নেই।’

ভিডিওতে দেখা যায়, কীভাবে সিনেমার নামটি প্রচার করা যায় দর্শকদের কাছে, ফারুকী সেই দায়িত্ব দেন তার পাশে বসা মারজুক রাসেলের ওপর। মারজুক রাসেল সিনেমার নাম ভাইরাল করার দায়িত্ব দেন পরিচালক-অভিনেতা আশুতোষ সুজনের কাঁধে।

সুজন তখন অভিনেতা নাসিরউদ্দিন খানকে বলেন এই দায়িত্ব নিতে। নাসিরউদ্দিন নিজেকে শিশু ভাইরাল দাবি করে ভাইরালের বাপ উল্লেখ করে এই কাজের দায়িত্ব দেন শাহরিয়ার নাজিম জয়ের ওপর।

এরপর জয়ের কাছে ক্যামেরা আসতেই বলেন, ভাইরালের দাদা জায়েদ খান, এই সিনেমার নাম ভাইরাল করতে পারবেন। এরপরই জায়েদকে উদ্দেশ্য করে জয় জিজ্ঞেস করেন।

তিনি কি পাঞ্জাবি পরেই একটা ডিগবাজি দিতে পারবেন কি না। সঙ্গে সঙ্গে জায়েদ তার হাতের ঘড়িটি খুলে জয়ের কাছে দেন। বলে ওঠেন, রোলেক্স রোলেক্স (ঘড়ির ব্র্যান্ডের নাম)! সাবধানে। জয় তখন জিজ্ঞেস করেন দাম কত? জায়েদ খান জানান, ২৬ লাখ!

এরপরই দুইটি ডিগবাজি দিয়ে দাঁড়িয়ে থাকা হেলিকপ্টারের স্ট্যান্ডে বসে পড়েন জায়েদ খান।

সেখানে পৌঁছে বলেন, ‘সামথিং লাইক অ্যান অটোবায়াগ্রাফি’ দেখতে ৩০ নভেম্বর চোখ রাখুন চরকিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *