নিজস্ব প্রতিবেদক :
শক্তিশালী লেবাননকে ১-১ গোলে রুখে দিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ।
মঙ্গলবার (২১ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিফা বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের ম্যাচে এমন সাফল্য দেখায় স্বাগতিকরা।
এ দিন বিশ্বকাপ বাছাইয়ের এশিয়া অঞ্চলের ‘আই’ গ্রুপে থাকা বাংলাদেশ ও লেবানন পরস্পর মুখোমুখি হয়।
দুটি গোলই হয় ম্যাচের দ্বিতীয়ার্ধে। মাজেদ ওসমান লেবাননকে এগিয়ে নেয়ার পর সমতা ফেরান মোরসালিন।
ম্যাচের শুরুতে বাংলাদেশ অগোছালোভাবে খেললেও আস্তে আস্তে ছন্দে ফেরে।
তবে বেশ কয়েকটি গোলের সুযোগ হাতছাড়া হওয়ায় জিততে পারেনি স্বাগতিকরা।
উল্টো রক্ষণভাগ ও গোলরক্ষক শ্রাবণের ভুলে দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে লেবাননের মাজেদের গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ।
অবশ্য সে গোল শোধ করতে খুব একটা সময় নেয়নি বাংলাদেশ। বক্সের বাইরে থেকে নেয়া দুর্দান্ত এক শটে ৭২ মিনিটে দলকে সমতায় ফেরান মোরসালিন।
এরপর আর কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয় দুই দলকে।
এর আগে ১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ৭-০ গোলে হেরেছে জামাল ভূঁইয়ারা। সেই ম্যাচের একাদশে খেলা চারজনকে পরিবর্তন করে মঙ্গলবার লেবাননকে মোকাবিলা করে বাংলাদেশ।