টাঙ্গাইলে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

টাঙ্গাইল জেলা টাঙ্গাইল সদর

স্টাফ রিপোর্টার :

টাঙ্গাইলে অষ্টম শ্রেনীর ছাত্রী সুমাইয়া আক্তার (১৩) নামের একজনের রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে।

নিহত সুমাইয়া টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।

টাঙ্গাইল পৌর শহরের থানা পাড়া এলাকার ইউসুফ আলীর মেয়ে।

আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে স্কুলে যাওয়ার পথে সুমাইয়ার মৃত্যু হয়।

পরিবার এবং প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকালে খাওয়া দাওয়া শেষ করে স্কুলে যাওয়ার পথে স্কুলে ঢোকার আগেই ছয় আনি পুকুর পাড়ে মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে যায়।

পরে তাৎক্ষণিক স্কুল কর্তৃপক্ষ এবং সাথে থাকা সহপাঠিরা মিলে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে নিহতের বাবা ইউসুফ বলেন, আমার মেয়ের স্বাভাবিক ভাবে মৃত্যু হয়েছে ডাক্তার বলেছেন।

এ ব্যাপারে টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকা জানান, স্কুলে ঢোকার আগেই মেয়েটি পুকুর পাড়ে অজ্ঞান হয়ে পড়ে।

পরে তাৎক্ষণিক ভাবে সবাই মিলে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তবে ডাক্তার বলেছেন হৃদযন্ত্রে আক্রান্ত হয়ে মেয়েটি মারা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *