নিজস্ব প্রতিবেদক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি গোপালগঞ্জ-৩ আসনের জন্য মনোনয়নপত্র নিয়ে ছিলেন।
মঙ্গলবার (২১ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা দেন শেখ কবির হোসেন।
গত শনিবার (১৮ নভেম্বর) মনোনয়নপত্র বিক্রি শুরু করে আওয়ামী লীগ।
সেই দিন দলের সভাপতি শেখ হাসিনা প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেন।
প্রসঙ্গত, টুঙ্গিপাড়া-কোটালিপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ–৩ আসন।
এই আসন থেকে নির্বাচন করতেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর সুযোগ্য উত্তরসূরি হিসেবে সেই একই আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন তাঁর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা।
এই আসন থেকে শেখ হাসিনা কখনোই নির্বাচনে পরাজিত হননি। তার বিপরীতে যারা প্রার্থী হয়েছিলেন তাদের জামানত বারবার জব্দ হয়েছে।
ধারণা করা হচ্ছে, এবারও এই আসনেই তাকে মনোনীত করবে আওয়ামী লীগ।