টাঙ্গাইলে নির্বাচন অফিস থেকে ৫টি আসনের মনোনয়নপত্র গ্রহন ৭ প্রার্থীর

টাঙ্গাইল জেলা টাঙ্গাইল সদর

অন্তু দাস (হৃদয়) :

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে টাঙ্গাইল সিনিয়র নির্বাচন অফিসারের কার্যালয় থেকে ৭ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

রোববার (১৯ নভেম্বর) পর্যন্ত পাঁচটি আসনের মনোনয়নপত্র গ্রহণ করেন তারা।

টাঙ্গাইল জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে খন্দকার মশিউজ্জামান।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে সাবেক মন্ত্রী আবদুল লফিত সিদ্দিকী ও তার ছোট ভাই মুরাদ সিদ্দিকী।

টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে আবদুল লতিফ সিদ্দিকীর ভাই মুরাদ সিদ্দিকী।

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) থেকে মুহাম্মদ আশরাফুল ইসলাম এবং টাঙ্গাইল-৭ (মির্জাপুর) থেকে মো. মোশারফ হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এ বিষয়ে টাঙ্গাইল সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ূর রহমান বলেন, রোববার বিকেল ৫টা পর্যন্ত ৭ জন প্রার্থী ৫টি আসনের মনোনয়নপত্র গ্রহণ করেছেন।

এদের মধ্যে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ও তার ছোট ভাই মুরাদ সিদ্দিকী ২টি আসনের মনোনয়নপত্র গ্রহণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *