নিজস্ব প্রতিবেদক :
চলমান ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমেই তিন উইকেট হারিয়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। ফলে চাপে রয়েছে এই দলটি।
শেষ খবর পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ২২ রান। ক্রিজে আছেন দুসান ও ক্লাসেন।
কলকাতার ইডেন গার্ডেনসে আজ টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
স্টার্কের বলে ক্যাচ আউট হন বাভুমা। দলীয় রান যখন ৮, তখন দ্বিতীয় উইকেটের পতন ঘটে তাদের। এরপর দলীয় ২২ রানে তৃতীয় উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করাম স্টার্কের বলে মাত্র ১০ রান করে আউট হন।
এর আগে চলমান ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে গতকাল বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত।
অস্ট্রেলিয়া একাদশ ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিস, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা, রাসি ফন ডার ডুসেন, এইডেন মারক্রাম, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, জেরাল্ড কোজি, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি।