নিজস্ব প্রতিবেদক :
তফসিলের পর দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি ও র্যাব ফোর্সেসের ৪৬০টি টহল দল মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিএনপি-জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা পঞ্চম দফায় টানা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন ঢাকা ও আশপাশের জেলায় ৩২ প্লাটুনসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি এবং রাজধানীতে র্যাব ফোর্সেসের ১৬০ টি টহল দলসহ সারাদেশে ৪৬০টি টহল দল মোতায়েন করা হয়েছে।
এ দিকে, আজ (বৃহস্পতিবার) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সারাদেশে আধাবেলা হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট।
বুধবার (১৫ নভেম্বর) বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স জানান, ‘ইসির একতরফা ও প্রহসনের নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশে হরতাল পালন করবে বাম গণতান্ত্রিক জোট’।
প্রসঙ্গত, বুধবার (১৫ নভেম্বর) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
এ দিকে, তফসিল ঘোষণার পর সংবাদ সম্মেলনে বিএনপি বলেছে, নির্বাচন কমিশন আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে দেশকে গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে।
আর তফসিল প্রত্যাখান করে রাতেই রাজধানীতে বিক্ষোভ প্রদর্শন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।