লাইনে নেই দীঘি, তার গাইডলাইন দরকার: ডিপজল

বিনোদন

নিজস্ব প্রতিবেদক :

শিশুশিল্পী হিসেবে জনপ্রিয় প্রার্থনা ফারদিন দীঘি নায়িকা হয়ে অভিষেকের পর কয়েকবার সমালোচনার মুখে পড়েছেন।

গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু, তরুণ নির্মাতা রায়হান রাফি তাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেন।

এবার দীঘিকে নিয়ে মন্তব্য করলেন ঢাকাই চলচ্চিত্রের দাপুটে খল অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল।

তার দাবি- দীঘি লাইনে নেই। তার গাইডলাইন দরকার।

ডিপজলের ‘চাচ্চু’ চলচ্চিত্র দিয়ে আলোচনায় আসেন দিঘী। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান।

তবে নায়িকা হয়ে নিজের অভিনয়ের ক্যারিশমা দেখাতে ব্যর্থ হয়েছেন তিনি।

এ প্রসঙ্গে ডিপজল বলেন, যা অল্পতে পেকে যায় সেটাতে হয়তো পচন ধরে অথবা তা খাওয়া যায় না।

দিঘী তো এখন লাইনে নাই। ওকে নায়িকা বানাবো আমরা কারণ ও আমাদের ঘরের মেয়ে।

কিন্তু তা না করে যা ইচ্ছে তাই করছে।

আরও বলেন, দিঘীর আমার এখানে আসা উচিত ছিল। আমাকে বলতে পারতো চাচ্চু আপনার ঘরে কাজ করবো। আমি তো আর টাকা কম দিতাম না।

দিঘীকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের কথা উল্লেখ করে ডিপজল বলেন, দিঘীর এখনও সময় আছে। ওর ফেইস সেদিন আমি দেখলাম, আগের থেকে অনেক সুন্দর হয়ে গিয়েছে।

এটা যদি ধরে রাখে তাহলে ওর উপর বাংলাদেশে অভিনেত্রী থাকবে না। খুব তাড়াতাড়ি দিঘী এবং ওর বাবাকে ডাকবো নতুন সিনেমা নিয়ে আলাপ করবো।

একটু ঠান্ডা পড়লে নতুন সিনেমা শুরু করবো। নয়টা সিনেমার কাজ রেডি করেছি।

এর মধ্যে অন্তত চারটা সিনেমা দীঘিকে নিয়ে করার ইচ্ছে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *