টাঙ্গাইলে নূরে জান্নাত মাদ্রাসার ৪১ ছাত্র-ছাত্রীকে কোরআন শরীফ হাতে দেওয়া ও শিক্ষামূলক প্রদর্শনী

টাঙ্গাইল জেলা টাঙ্গাইল সদর

স্টাফ রিপোর্টার :

টাঙ্গাইলে নূরে জান্নাত মাদ্রাসার ৪১ জন ছাত্রছাত্রীকে কোরআন শরীফ হাতে দেওয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১১ নভেম্সবর) সকালে অনুষ্ঠিত হয়।

কারী মোঃ ওসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান ও প্রধান আলোচক হিসেবে  উপস্থিত ছিলেন, আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি আশরাফুজ্জামান কাসেমী।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মুফতি আব্দুর রশিদ আল হাবিবী।

এ সময় আরো উপস্থিত ছিলেন, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ রাশেদ খান মেনন (রাসেল), নূরে জান্নাত মাদ্রাসার পরিচালক হাফেজ মুহাম্মদ মাহফুজুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সকল ছাত্র-ছাত্রীর অভিভাবকগণ।

উক্ত অনুষ্ঠানে নূরে জান্নাত মাদ্রাসার প্রথম শ্রেণীর ৪১ জন ছাত্রছাত্রীর হাতে কোরআন শরীফ তুলে দেওয়া হয়।

তৃতীয় শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিদায় এবং সকল ছাত্র-ছাত্রীদের শিক্ষামূলক প্রদর্শনী প্রদান করা হয়।

এ সময় উক্ত অনুষ্ঠানের প্রধান আলোচক ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং সকল ছাত্র ছাত্রীর মঙ্গল কামনায় ও নূরে জান্নাত মাদ্রাসার জন্য দোয়া করা হয়।

দোয়া শেষে নূরে জান্নাত মাদ্রাসার পক্ষ থেকে সকল ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মাঝে খাবার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *