নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশে এসে ব্যস্ত সময় পার করলেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল।
‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের বিপরীতে কাজ করে বাংলাদেশে পরিচিতি পান এই নায়িকা।
সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে একটি বিউটি ট্রিটমেন্টের শোরুম উদ্বোধন করেন ইধিকা। এরপর ফরিদপুরে নাকি একটি তথ্যচিত্র শুটিংয়েও অংশ নিয়েছেন।
টানা ব্যস্ততার পর রাজধানীর একটি বিলাসবহুল হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন ইধিকা।
যেখানে তাকে জিজ্ঞেস করা হয়, প্রেম করছেন কি না?
জবাবে ইধিকা জানান, আমার জীবনে এখনো কেউ আসেনি। এলে ঘোষণা করব।
প্রেম করার মতো এখন পর্যন্ত কাউকে খুঁজে পাইনি। ক্যারিয়ার নিয়ে একটু বেশি ভাবছি বলে হয়তো মাথায় আসেনি।
জীবনসঙ্গী হিসেবে একজন ভালো মানুষ চান জানিয়ে এই অভিনেত্রী বলেন, আমি চাই আমার প্রেমিক মন থেকে ভালো হোক, ভালো মানুষ- ভালো হোক এবং সবাইকে মন থেকে সম্মান করুক।
এ দিকে, ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয়ের পর বাংলাদেশি বেশ কিছু সিনেমায় কাজের বিষয়ে কথা চলছে ইধিকার।
খুব শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।