নজরুলের গান রিমেক করে সমালোচনায় এআর রহমান

বিনোদন

নিজস্ব প্রতিবেদক :

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সমরাস্ত্র ও সেনা দিয়ে ভারতের সহায়তা নিয়ে নির্মিত হয়েছে অ্যাকশন থ্রিলার বলিউড সিনেমা ‘পিপ্পা’। এতে কবি নজরুল ইসলামের বিখ্যাত ‘কারার ওই লৌহ কপাট’ গানের রিমেক ব্যবহার হয়েছে।

রিমেকটি তৈরি করেছেন উপমহাদেশের সুরসম্রাট এআর রহমান।

এতে প্রশংসার বদলে বাংলা ভাষাভাষীদের সমালোচনার ঝড়ে পড়েছেন এ অস্কারজয়ী কম্পোজার।

বেশিরভাগ বাংলাদেশির হৃদয়ে সাড়া ফেলেনি এই রিমেক।

নেটিজেনদের অভিযোগ, গানটিকে বিকৃত করেছেন এআর রহমান।

মন ভেঙে দিয়েছেন তিনি।

গানটিকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে অনেকের অভিমত, শ্রোতারা যেভাবে শুনতে অভ্যস্ত, সেটা নষ্ট করেছেন এই সংগীতজ্ঞ।

নজরুল অনুরাগীদের ভাষ্য, রহমানের মতো বিচক্ষণ মানুষের থেকে এই ভুল কাম্য নয়।

এ ভাবে গানের সুর পাল্টে ফেলা কতটা যুক্তিযুক্ত?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *