অবরোধে ৩২ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে যান পারাপার মাত্র ১৮ হাজার

টাঙ্গাইল জেলা ফিচার

স্টাফ রিপোর্টার :

বিএনপির ডাকা তৃতীয় দফা অবরোধে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা কমেছে প্রায় ৪০ ভাগ।

এতে করে বঙ্গবন্ধু সেতু দিয়ে যানবাহনের সংখ্যাও কমেছে। ফলে টোল আদায়ও কমেছে।

তৃতীয় দফার অবরোধে ৩২ ঘণ্টায় ১৮ হাজার ৩৫৫টি যানবাহন পারাপার হয়েছে।

এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৫ লাখ ২২ হাজার ৫০ টাকা।

বিষয়টি বঙ্গবন্ধু সেতুর প্রকৌশলী আহসানুল কবির পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন।

আহসানুল কবির পাভেল জানান, স্বাভাবিক সময়ে ২৪ ঘণ্টায় ১৮ থেকে ২০ হাজার যানবাহন পারাপার হয়।

মঙ্গলবার (৭ নভেম্বর) রাত ১২টা থেকে বুধবার (৮ নভেম্বর) রাত ১২টা পর্যন্ত ১৩ হাজার ৮৭১টি যানবাহন পারাপার হয়েছে।

এতে টোল আদায় করা হয়েছে ১ কোটি ৩০ লাখ ১৮ হাজার ২০০ টাকা।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) ভোর ৬টা থেকে বিকেলে ৬টা পর্যন্ত যানবাহন পারাপার হয়েছে ৪ হাজার ৪৮৪টি।

এতে টোল আদায় হয়েছে ৩৫ লাখ ৩ হাজার ৮৫০ টাকা।

পুলিশ ও বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, বিএনপির অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দূরপাল্লার বাসের সংখ্যা খুবই কম।

তবে ট্রাক, পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশা চলাচলা করেছে।

দ্বিতীয় দফায় ৫ ও ৬ নভেম্বর অবরোধ শেষে একদিন বাদ দিয়ে ফের ৮ নভেম্বর সকাল থেকে জামায়াত ও বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *