স্টাফ রিপোর্টার: পুলিশ হত্যা,বিস্ফোরক ও নাশকতা মামলার এজাহার ভুক্ত আসামী টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার(৯ নভেম্বর) বিকালে শহরের বেপারী পাড়া থেকে তাকে গ্রেফতার করে টাঙ্গাইল সদর থানার পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া।
অফিসার ইনচার্জ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকালে শহরের বেপারী পাড়া এলাকা
থেকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান,গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে বিস্ফোরক-নাশকতা ও পুলিশ হত্যা মামলার এজাহার নামীয় আসামী হিসেবে ফরহাদ ইকবালকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে গ্রেফতার করায় বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ক্ষোভ প্রকাশ করেন।