শিল্পী নাদিরা বেগমকে পারিবারিক কবরস্থানে দাফন

বিনোদন

নিজস্ব প্রতিবেদক :

ভাওয়াইয়া শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা নাদিরা বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (০৬ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে তার মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (০৭ নভেম্বর) দুপুরে জয়পুরহাট রামদেও বাজলা স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় এ শিল্পীকে দাফন করা হয়।

জানাজায় সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা ছাড়াও সর্বস্তরের মানুষের ঢল নামে।

হার্টের সমস্যাজনিত অসুস্থতায় তিন সপ্তাহ ধরে  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন নাদিরা বেগম।

‘কল কল ছল ছল নদী করে টলমল…. ছাড়া আরও অনেক বিখ্যাত গানের গীতিকার ও সুরকার এ কে এম আবদুল আজিজের কন্যা নাদিরা বেগম।

বাবার হাত ধরেই গানে পর্দচারণা তার। ১৯৬০ সালে রেডিওতে সংগীতশিল্পী হিসেবে তালিকাভুক্ত হন।

নাদিরা বেগম ভাওয়াইয়া একাডেমির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

ভাওয়াইয়া ছাড়াও তিনি পল্লীগীতি ও লোকগীতির অনেক জনপ্রিয় গান গেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *