টাঙ্গাইলে বিএনপির ৭ নেতার রিমান্ড মঞ্জুর

আইন আদালত টাঙ্গাইল জেলা টাঙ্গাইল সদর রাজনীতি

অন্তু দাস হৃদয় :

টাঙ্গাইলে নাশকতার মামলায় গ্রেপ্তারকৃত বিএনপি ও এর অন্যান্য সহযোগী সংগঠনের ৭ নেতাকে এক দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

এই ৭ নেতার মধ্যে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর নাতি রয়েছেন।

সোমবার (০৬ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল সদর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বাদল কুমার চন্দ শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডের নেতারা হলেন : টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর নাতি মাহমুদুল হক সানু, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মোস্তফা কামাল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাবিবুল আলম শাতিল, জেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাতেন, যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রুবেল, টাঙ্গাইল শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহীন আকন্দ ও বিএনপি কর্মী মো. সাধন।

তাদের মধ্যে মাহমুদুল হক সানু গত নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে টাঙ্গাইল পৌরসভা মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সানু ভাসানীর মেয়ের ঘরের নাতি এবং মাওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব।

বিএনপির ডাকা অবরোধের সমর্থনে রোববার সকালে টাঙ্গাইলের করটিয়া বাইপাস এলাকায় কর্মসূচি পালন করতে গেলে পুলিশ এই সময় সাতজনের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করে।

পরে শহর থেকে গ্রেপ্তার করা হয় আরও দুই নেতাকে।

কোর্ট পুলিশ পরিদর্শক তানবীর আহমদ জানান, টাঙ্গাইল সদর থানায় (২৯ অক্টোবর) একটি নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ।

পরে রোববার তাদের আদালতে পাঠায়। আদালত ওই দিন তাদের জেলহাজতে পাঠিয়ে দেন।

আসামিদের উপস্থিতিতে সোমবার রিমান্ড আবেদনের শুনানি শেষে তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *