অগ্নিসংযোগকারীদের প্রমাণসহ ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার

দেশ জুড়ে

নিজস্ব প্রতিবেদক :

অবরোধ-হরতালে পরিবহন বা স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগকারীদের উপযুক্ত প্রমাণসহ ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ সদর দপ্তর।

মঙ্গলবার (৭ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পর এই ঘোষণা দিল পুলিশ সদর দপ্তর।

 

বার্তায় বলা হয়, অবরোধ-হরতালে পরিবহন বা স্থাপনা ভাঙচুর, অগ্নিসংযোগকারীদের উপযুক্ত প্রমাণসহ ধরিয়ে দিলে অথবা সুনির্দিষ্ট তথ্য দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

এ ব্যাপারে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।

এর আগে সোমবার (৬ নভেম্বর) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ঘোষণা দেন, বিভিন্ন স্থানে যারা গাড়িতে আগুন দিচ্ছেন, পেট্রোল বোমা মারছেন, সহিংসতা নাশকতা করছেন তাদের অনেককে আমরা হাতেনাতে গ্রেপ্তার করেছি।

অনেককে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা পুলিশের হাতে ধরিয়ে দিয়েছেন।

নাশকতাকারীদের ধরিয়ে দিলে নগদ ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *