আজিজুল হক কলেজের মূল ফটকে তালা দিয়েছে ছাত্রদল

দেশ জুড়ে শিক্ষা

নিজস্ব প্রতিবেদক :

সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের মূল ফটকসহ বিভিন্ন ভবনে তালা দিয়েছে ছাত্রদল।

সোমবার (৬ নভেম্বর) সকালে কলেজের কামাড়গাড়িতে স্নাতক-স্নাতকোত্তর ভবন ও ফুলবাড়িতে উচ্চ মাধ্যমিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

এ সময় এক দফা দাবি আদায়ের লক্ষ্যে রাষ্ট্র মেরামতের কাজ চলতেছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’ লেখা একটি প্ল্যাকার্ডও ঝুলিয়ে দেন নেতাকর্মীরা।

স্থানীয়রা জানান, তালা দেওয়ার পর কলেজের প্রধান ফটকটি কিছু সময় বন্ধ ছিল।

পরে তালা ভেঙে ফেলে কলেজের নিরাপত্তা প্রহরীরা।

সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল নেতা সন্ধান সরকার কলেজে তালা দেওয়ার কথা স্বীকার করে গনমাধ্যমকে বলেন, এক দফা দাবিতে আজিজুল হক কলেজের ফটকগুলোতে তালা দিয়েছি।

খালেদা জিয়াকে মুক্তি দিয়ে অতিদ্রুত একটি নিরপেক্ষ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন দিতে হবে।

অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে যাবো।

এ বিষয়ে সরকারি আজিজুল হক কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডা. সবুর উদ্দিন গণমাধ্যমকে বলেন, কলেজের ফটকে কোনো তালা বা ব্যানার আমি দেখিনি।

কোনো রাজনৈতিক দলেরই সাধারণ শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ নষ্ট করার অধিকার নেই।

কেউ যদি চোরাগুপ্তাভাবে কোনো কর্মসূচি পালন করে সেটা তাদের ব্যাপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *