টি-নিউজ ডেস্ক:গতিময় স্বপ্নের যাত্রায় মেট্রোরেল আগারগাঁও থেকে মতিঝিল অংশের শুভ উদ্ভোধন উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ যোগদান করেছেন।
শনিবার(৪অক্টোবর)দুপুরে মিছিল নিয়ে আরামবাগ মাঠে গিয়ে জেলা আওয়ামী লীগ সমাবেত হয়।
জানা যায়, নেতা-কর্মীরা টাঙ্গাইল থেকে-ট্রেন এবং বাসে করে তাদের গন্তব্য স্থানে পৌছায়।পরে তারা ঢাকা বিভাগীয় সমাবেশে যোগদান করেন।জেলা আওয়ামী লীগের নেতৃত্বে-শহর ,সদর থানা ও উপজেলাসহ বিভিন্ন অংঙ্গ সংগঠণের নেতা-কর্মীরা অংশ নেন।