রাইদ অনুপ্রেরণায় বিশ্বকাপে জ্বলে উঠেছেন মাহমুদউল্লাহ

খেলা

নিজস্ব প্রতিবেদক :

চলমান বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার মাঝে একমাত্র প্রাপ্তি মাহমুদউল্লাহ রিয়াদের পারফরম্যান্স। অন্য সবাই যখন ব্যর্থ তখন এই অভিজ্ঞ অলরাউন্ডার নিজেকে প্রমাণ করে চলছেন।

তার এই ভালো করার পেছনে কাজ করেছে ছেলে রাইদের অনুপ্রেরণা। তেমনটাই জানালেন মাহমুদউল্লাহর স্ত্রী।

বিশ্বকাপের আগে রিয়াদের পারফরম্যান্স ছিল পড়তির দিকে। সেই সঙ্গে ফিটনেদের ঘাটতি এবং রানখরা তাকে বেশ ভোগাচ্ছিল। সেখান থেকে ফিরে আসতে কঠোর পরিশ্রম করেছেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।

এ সময় তাকে সাহস দেওয়া মানুষদের একজন তার বড় ছেলে রাইদ।

বিশ্বকাপ শুরুর পর ভিডিওবার্তায় বাবাকে অনুপ্রেরণা দিয়ে ছিলেন রাইদ। সম্প্রতি সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন রিয়াদের স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি।

ভারতে বসে এই ভিডিও দলের সদস্যদের নিয়ে একসাথে বসে দেখেছেন মাহমুদউল্লাহ।

ভিডিওটি প্রকাশ করে মিষ্টি ক্যাপশনে লেখেন, এভাবেই রাইদ তার বাবাকে অনুপ্রাণিত করে ছিলেন। এটা ছিল পুরোটাই চমক এবং টিম মিটিং রুমে অনুপ্রেরণা হিসেবে দেখানো হয়েছে!

আলহামদুলিল্লাহ সে এই বিশ্বকাপকে বিশেষ করে তুলতে পারে, মাশাআল্লাহ !

ভিডিওতে বাবার উদ্দেশ্যে রাইদকে বলতে শোনা যায়, ‘আমি জানি তুমি এই বিশ্বকাপটাকে স্পেশাল করে রাখতে চাও। আমি বিশ্বাস করি তুমি পারবে। শুভকামনা বাবা, তুমি আমার গল্পের নায়ক।

বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা পারফর্মার রিয়াদ। ব্যাটিং অর্ডারে অদলবদল করেও তার পারফরম্যান্সে চিড় ধরানো যায়নি। ৬ ম্যাচে ৬৬ গড়ে ২৬৪ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।

এ বারের বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ানও অভিজ্ঞ এই ক্রিকেটার।

টি নি/অ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *