ভোটার তালিকা চূড়ান্ত করেছে ইসি

দেশ জুড়ে

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে ৩০০ আসনের ভোটার তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) এই তালিকা চূড়ান্ত করে ইসি।

চূড়ান্ত তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার এখন ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। যাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন এবং হিজড়া ৮৫২ জন।

গত ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময় শেষ হওয়ার পর ছবিসহ ও ছবি ছাড়া ভোটার তালিকা নির্বাচনী কাজে ব্যবহারের জন্য মাঠপর্যায়ে পাঠানো হয় ২৮ অক্টোবর।

সবশেষে ৩০০টি নির্বাচনী এলাকার জন্য হালনাগাদ ছবি ছাড়া ভোটার তালিকার সিডি প্রস্তুত করা হয় আজ বৃহস্পতিবার। এই ছবি ছাড়া ভোটার তালিকার সিডি প্রার্থীদের কাছে সরবরাহ করা হবে।

এ ক্ষেত্রে ৫০০ টাকা পরিশোধ করে আসনভিত্তিক ওই সিডি গ্রহণ করবেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। যেই সিডির ভিত্তিতেই প্রার্থীরা জানতে পারবেন কারা তার ভোটার। প্রতিবারের মতো এবারও জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণার আগে এই সিডি পাঠানো হচ্ছে।

এ দিকে সম্প্রতি ইসি সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানিয়েছেন, চলতি নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের যে কোনো সময় ঘোষণা করা হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল।

টি নি/অ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *