স্টাফ রিপোর্টার: দেশব্যাপী বিএনপি-জামায়াতের হত্যা,ষড়যন্ত্র,অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এবং বিএনপির ডাকা ৭২ ঘন্টা অবরোধের বিরুদ্ধে অবস্থান কর্মসুচি ও বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগ । বৃহস্পতিবার (২নভেম্বর)বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাশ এলাকায় নাশকতা প্রতিরোধে দিনব্যাপী এ কর্মসচি পালন করা হয়।
এর আগে শহরের বিভিন্ন এলাকা থেকে খন্ড-খন্ডভাবে মিছিল ও মোটরসাইকেল বহর নিয়ে বাইপাশ এলাকায় যুবলীগের নেতাবকর্মীরা সমবেত হয়। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি আশেকপুর বাইপাশ থেকে মহাসড়কের নগরজালফৈ-তারুটিয়া হয়ে পুনরায় বাইপাস এলাকায় এসে শেষ হয়। মিছিলে অবৈধ অবরোধ মানিনা-মানবোনা শ্লোগানে মুখরিত হয়।
অবরোধের বিরুদ্ধে অবস্থান কর্মসুচিতে বক্তব্য রাখেন,টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মাসুদ পারভেজ,সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার বিপ্লব,শহর আওয়ামী যুবলীগের আহবায়ক মেহেদী হাসান ইমু,সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রেজাইল করিম সাগর প্রমুখ।
এসময়, জেলা আওয়ামী যুবলীগ, সদর উপজেলা যুবলীগ ও শহর যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
