ফের রোববার থেকে ৪৮ ঘণ্টার অবরোধ দিলো বিএনপি

দেশ জুড়ে রাজনীতি

নিজস্ব প্রতিবেদক :

৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। টানা তিন দিনের অবরোধ শেষে আগামী রোববার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে এ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে অনলাইন ব্রিফিংয়ে দলটির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ ঘোষণা দেন।

তিনি বলেন, সরকার পতনের এক দফা দাবি আদায়ে আগামী রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ পালন করা হবে।

এ ছাড়া ২৮ তারিখ থেকে কর্মসূচি চলাকালে যেসব নেতাকর্মী নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে শুক্রবার জুমার পর সারাদেশে মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত করার কর্মসূচি দিয়েছে বিএনপি।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করে বিএনপি।

ওই সমাবেশ ঘিরে নয়াপল্টন-কাকরাইল-বিজয়নগর এলাকায় ব্যাপক সহিংসতা হয়।

সমাবেশে হামলার অভিযোগ তুলে এর প্রতিবাদে বিএনপি ২৯ অক্টোবর হরতাল পালন করে। এরপর ৩১ অক্টোবর থেকে টানা ৭২ ঘণ্টা অর্থাৎ তিন দিন সর্বাত্মক অবরোধের ঘোষণা দেয় দলটি।

তাদের পাশাপাশি জামায়াতসহ যুগপৎ আন্দোলনের সঙ্গীরাও এ কর্মসূচি ঘোষণা বা এতে সমর্থন দেয়।

 

টি নি/অ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *