আমি যৌনপল্লির মাসি এ ধরনের চরিত্র আমি কখনোই করিনি : তানিয়া

বিনোদন

নিজস্ব প্রতিবেদক :

সংগীত শিল্পী এসআই টুটুলের সঙ্গে অভিনেত্রী তানিয়া আহমেদের বিচ্ছেদের পর সম্প্রতি এ বিষয়ে মুখ খোলেন টুটুল। আর এর মধ্যেই সুখবর দিলেন অভিনেত্রী তানিয়া।

এই অভিনেত্রী জানান, তানিয়া এই মুহুর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ‘তাপ’ নামে নতুন এক সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। সিনেমাটি পরিচালনা করবেন সুমন ধর।

প্রাথমিকভাবে কথাবার্তা চূড়ান্ত। দেশে ফেরার পরই সিনেমাটিকে চুক্তিবদ্ধ হবেন তিনি।

তানিয়া আহমেদ বলেন, ‘পরিচালকের সঙ্গে সব বিষয়ে কথা হয়েছে। শুধু চুক্তিবদ্ধ হওয়া বাকি। সেটাও হয়ে যেত। এরই মধ্যে আমি যুক্তরাষ্ট্রে চলে আসায় তা আর হয়নি।

সিনেমাটির গল্পটি প্যারালাল দুই নারীর। তারপর একটা রেখায় গিয়ে মিলেছে। এটা আমার কাছে সবচেয়ে অসাধারণ লেগেছে।

তিনি বলেন, এই ছবিতে আমি যৌনপল্লির মাসি। এ ধরনের চরিত্র আমি কখনোই করিনি। এ ধরনের চরিত্র করতে পারাটা এক ধরনের চ্যালেঞ্জ।

চরকিতে ওয়েব ফিল্ম ‘শেষ চিঠি’ বানিয়ে প্রশংসা কুড়ানো পরিচালক সুমন ধর জানান, এই ছবির দুই কেন্দ্রীয় নারী চরিত্রের একজন তানিয়া আহমেদ।

বছরের শেষ দিকে চট্টগ্রাম থেকে সিনেমার শুটিং শুরু হবে। এটি হতে যাচ্ছে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

টি নি/অ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *