অভিনেত্রী হুমায়রা হিমু মারা গেছেন

দেশ জুড়ে বিনোদন

নিজস্ব প্রতিবেদক :

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু মারা গেছেন। অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘হিমুকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে যাচ্ছি, এরপর বিস্তারিত বলতে পারব।’

তিনি আরো বলেন, ‘সাড়ে ৩ টার দিকে আমরা খবর পেয়েছি। কীভাবে কী হলো আমরা এখনো বিস্তারিত জানিনা। শুনেছি তাকে একটি ছেলে উত্তরার বাংলাদেশ মেডিকেল নিয়ে যায়, ডাক্তাররা দেখে বলেন, নিয়ে আসার আগের তিনি মারা গেছেন।

হাসপাতাল থেকে পুলিশকে খবর দেয়া হয়, এরই মধ্যে হাসপাতালে পুলিশ পৌঁছালে সেই ছেলেটি তার (হিমুর) ফোন নিয়ে পালিয়ে যায়।

ছেলেটি কে ছিল জানতে চাইলে তিনি আরো বলেন, ‘আমরা তো তাকে চিনি না। সে পালিয়ে গেছে। রওনক (অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক) সেখানে গেছে, আমিও সেখানে যাচ্ছি। পরে বিস্তারিত বলতে পারব।

প্রসঙ্গত, ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষীপুর জেলায় জন্ম হুমাইরা হিমু। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি এবং ইডেন মহিলা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম নাট্য জগতে প্রবেশ করেন। ফ্রেঞ্চ নামক নাট্য দলের হয়ে তিনি অভিনয় করেন।

অসংখ্য টিভি নাটকে দেখা গেছে হুমায়রা হিমুকে। এর মধ্যে ডিবি, সোনাঘাট, চেয়ারম্যান বাড়ি, বাটিঘর, শোনে না সে শোনে না অন্যতম। আমার বন্ধু রাশেদ চলচ্চিত্রের মাধ্যমে হিমুর বড় পর্দায় অভিষেক হয়।

চলচ্চিত্রের গল্পটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে তৈরি এবং চলচ্চিত্রে তাঁর অসাধারণ অভিনয় সমালোচকদের ইতিবাচক সাড়া পেয়েছিল।

টি নি/অ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *