দ্বিতীয় দিনেও অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল করেছে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ

টাঙ্গাইল জেলা নাগরপুর

স্টাফ রিপোর্টার :

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বিএনপি-জামায়াতের সমন্বিত তিন দিনের দেশব্যাপী ডাকা অবরোধের বিরুদ্ধে গতকাল ৩১ অক্টোবরে’র ন্যায় আজও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে রাজপথে রয়েছে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ।

বুধবার (১ নভেম্বর) সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: কুদরত আলী’র নেতৃত্বে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাগরপুর চৌধুরী বাড়ি গিয়ে সমাবেশে মিলিত হয়।

এ সময় সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: কুদরত আলী বলেন, বিএনপি-জামায়াত মানেই সন্ত্রাসী রাজনৈতিক দল। তারা এদেশের ভাবমূর্তি নষ্ট করতে ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই অবৈধ অবরোধ ডেকে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়।

কিন্তু আমরা নাগরপুর উপজেলা আওয়ামী লীগ তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত। এই অবৈধ তিন দিনের অবরোধ প্রতিহত করতে সর্বদা আমরা রাজপথে আছি এবং থাকবো।

এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু গোপাল চন্দ্র সাহা, যুব ও ক্রীড়া সম্পাদক ভিপি জহুরুল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: খালিদ হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: শাহজাহান সিরাজ পান্না, মহিলা বিষয়ক সম্পাদক র‍ৌশনারা মাসুদা, সদস্য কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, শহিদুল হক কিরণ, হাবিবুর রহমান হাবিব, যুবলীগ নেতা এস এম আনোয়ার হোসেনসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা।

টি নি/অ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *