স্টাফ রিপোর্টার : শহর আওয়ামী লীগের নির্দেশনা দেওয়ার পরও সম্প্রতি অবরোধ বিরোধী কার্যক্রমে মটরসাইকেল শোভাযাত্রা শেষে দলীয় শৃঙ্খলা ক্ষুণ্ণ করার প্রেক্ষিতে টাঙ্গাইল পৌর সভার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সকল সাংগঠনিক কার্যক্রম সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে।
টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি ও পৌর সভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর এবং সাধারন সম্পাদক এম.এ রৌফ এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে অবরোধ বিরোধী মিছিল শেষে ফেরার পথে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে চলন্ত অবস্থায় সাধারণ সম্পাদক হেলাল ফকিরের অনুসারীরা সভাপতি হুমায়ুন রশিদ আকন্দ সোনার মোটরসাইকেল বহরের কর্মীদের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়।
এতে দুই পক্ষের কয়েকটি মোটরসাইকেল রাস্তায় পড়ে কয়েক কর্মী সামান্য আহত হয়। তাৎক্ষণিকভাবে শহর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর উভয় পক্ষের মধ্যে সমঝোতা করে দেন।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে ওই ঘটনার জের ধরে আদালত প্রাঙ্গণে ওয়ার্ড সাধারণ সম্পাদক হেলাল ফকিরের কথিত সেরেস্তার সামনে সভাপতি হুমায়ুন রশিদ আকন্দ সোনা আকন্দের মামাতো ভাই মো. আব্দুল্লাহ আকন্দকে আটকে রেখে মারপিট করে।
পরে খবর পেয়ে সভাপতির অনুসারীরা ঘটনাস্থলে গিয়ে হেলাল ফকিরের অনুসারীদের উপর হামলা করে।
টিনিউজ/অ