টি-নিউজ ডেস্ক:বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, পুলিশ হত্যা, সাংবাদিকদের মারধর, অপরাজনীতি ও অবরোধ প্রতিবাদে টাঙ্গাইলে যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ হয়েছে।
বুধবার(১লা নভেম্বর) সকালে জেলা যুবলীগের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। তারুণ্যের জয়যাত্রা সমাবেশের মিছিলটি শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেত হয়।
সমাবেত হয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী-যুবলীগের ১নং প্রেসিডিয়াম সদস্য ও সদর-৫ আসনের এমপি প্রার্থী-এভভোকেট মামুনুর রশিদ।
এসময় উপস্থিত ছিলেন- জেলা যুবলীগের সভাপতি মো.মাসুদ পারভেজ,সাধারণ সম্পাদক-আবু সাইম তালুকদার বিপ্লবসহ জেলা ও থানা যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
