পরিচয় মিলেছে সখীপুরে অজ্ঞাত যুবকের মরদেহের

টাঙ্গাইল জেলা সখিপুর

স্টাফ রিপোর্টার :

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় হাত-পা ও মুখ বাঁধা অজ্ঞাত যুবকের মরদেহের পরিচয় মিলেছে। নিহত আমিনুল ইসলাম (৩৮) পেশায় একজন অটোরিকশা চালক। আমিনুল সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আবদুল জলিল মিয়ার ছেলে। এ বিষয়টি নিশ্চিত করেছেন সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক। গতকাল রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানতে পেরে থানায় গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেছেন আবদুল জলিল মিয়া। নিহতের বাবা আবদুল জলিল মিয়া বলেন, আমিনুল প্রায় দুই বছর ধরে অটোরিকশা চালায়। শনিবার বিকেলে অটোরিকশা নিয়ে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেনি
তার মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যায়। রোববার সারা দিন খোঁজাখুঁজির পর ফেসবুকের মাধ্যমে খবর পেয়ে থানায় যাই। সেখানে ছেলের মরদেহ দেখতে পাই। ছিনতাইকারীরা আমার ছেলেকে হাত-পা বেঁধে খুন করে অটোরিকশাটি নিয়ে গেছে। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের বাবা আব্দুল জলিল। এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ছিনতাইকারী ওই চক্রটিকে ধরতে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে। উল্লেখ্য, গতকাল ২৯ অক্টোবর রোববার  উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা বেলতলী এলাকায় বনের ভেতর দিয়ে যাওয়া সড়কের পাশ থেকে পুলিশ আমিনুল ইসলামের লাশ উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *