শান্তি সমাবেশ ও প্রতিরোধ মিছিল করেছে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ

টাঙ্গাইল জেলা টাঙ্গাইল সদর রাজনীতি

স্টাফ রিপোর্টার :

বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, পুলিশ হত্যা, সাংবাদিকদের মারধর, অপরাজনীতি ও হরতালের প্রতিবাদে টাঙ্গাইলে শান্তি সমাবেশ ও প্রতিরোধ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় পৗর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
পরে সমাবেশ শেষে প্রতিরোধ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি, তানভীর হাসান ছোট মনির এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান আনছারী, নাহার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র সাহা, দপ্তর সম্পাদক এডভোকেট খোরশেদ আলম, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রউফ চাম মিয়া, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর প্রমুখ।
এ ছাড়াও জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
টি নি/অ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *