ভারতকে উড়িয়ে এবার ফাইনালে ইংল্যান্ড

খেলা

নিজস্ব প্রতিবেদক :

আইসিসি ওয়ানডে বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচ বেশ দাপটের সঙ্গে জিতেছে স্বাগতিক ভারত। এরই মধ্যে তাদের সেমিফাইনালও নিশ্চিত প্রায়। এর মধ্যে নিজেদের ষষ্ঠ ম্যাচে অনেকটা যেন দিশেহারা দেখাল রোহিত শর্মা-বিরাট কোহলিদের।

এই ম্যাচে ব্যাটিং-জায়ান্ট ভারতকে ২২৯ রানের স্বল্প পুঁজিতে থামিয়ে দিয়েছে ইংল্যান্ড।

রোববার (২৯ অক্টোবর) লখনৌতে মাঠে নামার আগের পাঁচ ম্যাচে মাত্র একটি জয় নিয়ে পেয়েছিল গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংলিশরা। এই বিশ্বকাপে টিকে থাকার তাগিদে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই তাদের।

সেই তাড়না থেকেই হয়তো দুর্দান্ত বোলিং করলেন ডেভিড উইলি ও আদিল রাশিদরা। সেই ক্ষুরধার বোলিংয়ের সামনে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তুলেছে ২২৯ রান। দলের হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেছেন অধিনায়ক রোহিত শর্মা।

এ দিন টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। শুরু থেকেই ভারতীয় ব্যাটারদের চেপে ধরে ইংলিশ বোলাররা।

দারুণ এক ডেলিভারিতে শুভমান গিলকে ৯ রানে বোল্ড করেন ওকস। চলতি বিশ্বকাপে ছন্দে থাকা কোহলি এ দিন রানের খাতাই খুলতে পারেননি। শূন্য রানে বিদায় নেন তিনি। চারে নামা শ্রেয়াস আইয়ারও ফেরেন চার রান করে।

মাত্র ৪০ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে মেন ইন ব্লুরা। চতুর্থ উইকেটে দলের হাল ধরেন লোকেশ রাহুল এবং রোহিত শর্মা। দারুণ ব্যাটিংয়ে ৯১ রান যোগ করেন দুজনে। থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি রাহুল। ৫৮ বলে ৩৯ রান করে উইলির শিকার হন তিনি।

ক্যারিয়ারের ৫৪তম ফিফটি তুলে নেয়ার পর সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন রোহিত। ভারতের অধিনায়ককে ৮৭ রানে প্যাভিলিয়নে ফেরান আদিল রশিদ। ৮৭ রানের ইনিংসে ১০ চার ও ৩ ছক্কা হাঁকান রোহিত।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন ডেভিড উইলি। এছাড়া ওকস ও রশিদ ঝুলিতে পোড়েন দুটি করে উইকেট।

 

টি নি/অ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *